বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রাজাপালং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরজে কামরুল।
শনিবার(২৫ অক্টোবর) বিকেলে কোর্টবাজার স্টেশনে আয়োজিত উপজেলা কৃষকদলের আওতাধীন ইউনিয়নসমূহের সম্মেলন পরবর্তী কাউন্সিলে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরজে কামরুল।
রাজাপালং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখা কৃষকদলের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আরজে কামরুল বলেন,” আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো। আগামী নির্বাচন সামনে রেখে যেসব কর্মসূচির নির্দেশনা দেওয়া হবে সমস্ত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করবো। আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের অবিসংবাদিত নেতা বর্ষীয়ান রাজনীতিবিদ শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, উপজেলা কৃষকদলের আহবায়ক মুনীর আহমদ ও সদস্য সচিব সাদমান জামি চৌধুরী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে কৃষকবান্ধব কৃষকদল গঠন করে ঐক্যবদ্ধ হয়ে উপজেলার একটি মডেল ইউনিয়ন উপহার দিবো ইনশা আল্লাহ।”