উখিয়া ডাক অফিস ও থানা রোড এলাকায় বিডি ক্লিন উখিয়া টিম ২৪ অক্টোবর, শুক্রবার সকালে সফল পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা অভিযানে স্বেচ্ছাসেবকরা প্রায় দুই টনের ময়লা-আবর্জনা অপসারণ করেন।
ওমর ফারুক, বিডি ক্লিন উখিয়া টিমের প্রতিনিধি বলেন,“আমরা নিজেরা সচেতন হলে, চারপাশও স্বয়ংক্রিয়ভাবে পরিচ্ছন্ন থাকবে। পরিচ্ছন্নতার কাজ শুরু হোক আমার থেকে, তোমার থেকে- আমাদের মিলিত প্রচেষ্টা থেকেই গড়ে উঠবে পরিচ্ছন্ন উখিয়া।”
অভিযানে সহ-সমন্বয়ক, লজিস্টিক টিম, আইটি টিমসহ প্রায় বিশজন স্বেচ্ছাসেবক অংশ নেন। তাঁরা সবাই নিজেদের অর্থায়নে লজিস্টিক ব্যবস্থা করে এলাকা পরিচ্ছন্ন রাখার কাজে সম্পূর্ণ নিয়োজিত ছিলেন।
স্বেচ্ছাসেবকরা জানান, উখিয়ায় এখনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকা বর্জ্য ব্যবস্থাপনাকে জটিল করছে। তারা স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত ডাম্পিং স্টেশন স্থাপনের অনুরোধ জানান, যাতে ভবিষ্যতে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও টেকসই হয়।
বিডি ক্লিন উখিয়া টিমের ইভেন্ট পরিচালক জুনাইদ বলেন,“আমরা যেখানে প্রয়োজন সেখানে অভিযান চালাব। উপজেলা প্রশাসন, এনজিও বা মানবিক সংস্থার মাধ্যমে লজিস্টিক ও আর্থিক সহায়তা পেলে কাজ আরও সহজ হবে। বর্তমানে প্রতিটি জায়গায় নানা ভোগান্তির মুখোমুখি হচ্ছি।”
বিডি ক্লিন উখিয়া টিমের সদস্যরা মনে করেন, পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা একদিনে সম্ভব নয়। তবে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন উদ্যোগ নিলে উখিয়া একদিন পরিচ্ছন্ন ও সবুজ শহর হয়ে উঠবে।