• মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় সাংবাদিকের জায়গার মাটি কাটতে বাধা দেয়ায় ভূমিদস্যুদের হামলা রাজাপালং ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন আরজে কামরুল হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ শাখা কৃষকদলের সাধারণ সম্পাদক নির্বাচিত মহিউদ্দিন সাংবাদিক সরওয়ার আজম মানিকের মায়ের ইন্তেকাল: উখিয়া নিউজ টিভির শোক উখিয়া ডাকঘর বিডি ক্লিন টিমের পরিচ্ছন্নতা অভিযান: অপসারণ দুই টনের ময়লা এনসিপি থেকে পদত্যাগ নাসীরুদ্দীন পাটওয়ারীর একাত্তরের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির চট্টগ্রামে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, সাবেক শিবির নেতা আটক উৎসবমুখর পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান: শাহজাহান চৌধুরী বিএনপির আসনভিত্তিক প্রার্থী প্রায় চূড়ান্ত, কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমেদ

পাঁচ দশকের রাজনৈতিক অভিজ্ঞতায় জনপ্রিয় শাহজাহান চৌধুরী,নতুন করে প্রতিদ্বন্দ্বীতার দৌড়ে আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক / ২০৪ বার
সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

দলীয় মনোনয়ন প্রশ্নে বিএনপির অনেক নেতা ‘সবুজ সংকেত’ পেয়েছেন বলে যে সংবাদ গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, “কোনো নির্বাচনি এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো, তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হবে।”

বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয় উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।

গতকাল ২২ সেপ্টেম্বর বিএনপির মনোনয়ন নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ করা হয়।

ধারাবাহিক এই প্রতিবেদনের একটি পর্বে কক্সবাজারের ৪ টি আসনের মধ্যে শুধুমাত্র কক্সবাজার-৪ তথা উখিয়া-টেকনাফে মোহাম্মদ আব্দুল্লাহ দলীয় নির্দেশনা পেয়েছেন বলে দাবী করা হয়। যদিও প্রতিবেদনটি প্রকাশের দিনে নেতাকর্মীদের উদ্দেশে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “সবুজ সংকেত নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট ও যথাযথ নির্দেশনা দিচ্ছেন। ”

ফলে এই বক্তব্যে স্পষ্ট হয় যে জেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল্লাহর দলীয় মনোনয়ন পাওয়ার খবর সত্য নয়।

তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে বিএনপি।

মনোনয়ন প্রসঙ্গে রিজভী সংবাদ সম্মেলনে আরো বলেন, “আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন। দল যাকে মনোনয়ন দেবে, তার জন্য সকলে আপনারা কাজ করবেন। কিন্তু এখনই কোনো মনোনয়ন দিয়ে দেওয়া হয়নি।”

প্রসঙ্গত, নানা কারণে আলোচিত দেশের সর্বদক্ষিণের দুই উপজেলা উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসন। জনশ্রুতি রয়েছে, এই আসন থেকে বিজয়ী প্রার্থীর দলই রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়।

দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ধানের শীষ প্রতীক পাওয়ার দৌড়ে আসনটিতে আব্দুল্লাহ ছাড়াও অন্যতম দাবীদার হিসেবে আলোচনায় আছেন চারবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

পাঁচ দশকের রাজনৈতিক অভিজ্ঞতায় বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয় শাহজাহান চৌধুরী বর্তমানে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুক্তিযুদ্ধের এই সংগঠক ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন চট্টগ্রাম-১৮ থেকে এবং কক্সবাজার-৪ থেকে ১৯৯১ সালের পঞ্চম, ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন।

অন্যদিকে, টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে দুইবার অংশ নিয়ে পরাজিত হওয়া আব্দুল্লাহ কখনো সংসদ নির্বাচনে অংশ নেননি।
তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে জড়িত এবং নিজস্ব অনুসারী তৈরি করে এবার ‘মনোনয়ন প্রত্যাশী’ হিসেবে মাঠে রয়েছেন।

গত ৫ আগস্ট সাংগঠনিক নির্দেশনা অনুসরণ না করে টেকনাফে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে নিজের অনুসারীদের নিয়ে পৃথকভাবে কর্মসূচি পালন করে তিনি উপস্থিতি জানান দেন, তবে উখিয়ায় ছিলো না তার কোনো কর্মসূচি।

একই দিনে টেকনাফ ও উখিয়ায় উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শাহজাহান চৌধুরী, যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণ ছিলো।

এখন দেখার বিষয় প্রায় সাড়ে তিন লক্ষাধিক ভোটারের কক্সবাজার-৪ সংসদীয় আসনে কে পাচ্ছেন মনোনয়ন? এই প্রশ্নের উত্তর পেতে দলটির নেতাকর্মীদের অপেক্ষা করতে হতে পারে বিএনপির কেন্দ্র থেকে আনুষ্ঠানিক এবং চূড়ান্ত ঘোষণা আসা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর