• মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় সাংবাদিকের জায়গার মাটি কাটতে বাধা দেয়ায় ভূমিদস্যুদের হামলা রাজাপালং ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন আরজে কামরুল হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ শাখা কৃষকদলের সাধারণ সম্পাদক নির্বাচিত মহিউদ্দিন সাংবাদিক সরওয়ার আজম মানিকের মায়ের ইন্তেকাল: উখিয়া নিউজ টিভির শোক উখিয়া ডাকঘর বিডি ক্লিন টিমের পরিচ্ছন্নতা অভিযান: অপসারণ দুই টনের ময়লা এনসিপি থেকে পদত্যাগ নাসীরুদ্দীন পাটওয়ারীর একাত্তরের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির চট্টগ্রামে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, সাবেক শিবির নেতা আটক উৎসবমুখর পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান: শাহজাহান চৌধুরী বিএনপির আসনভিত্তিক প্রার্থী প্রায় চূড়ান্ত, কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমেদ

উৎসবমুখর পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান: শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক / ১৪৩ বার
সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বিএনপি সরকারই দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বাধিক ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

 

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাঁর নেতৃত্বে এই দেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। মহান নেতার আদর্শ ও জনগণের অনুরোধে গঠিত বিএনপি আজও মানুষের হৃদয়ে অম্লান। এই দলই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।

 

বুধবার (২২ অক্টোবর) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের ৭নং ওয়ার্ডে বিএনপির এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শাহজাহান চৌধুরী বলেন, আল্লাহ আমাকে নির্বাচিত করলে শাহপরীর দ্বীপকে আলাদা ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হবে। পাশাপাশি সীমান্ত এলাকার তরুণদের দক্ষতা উন্নয়নে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণের আওতায় আনার প্রস্তাব সংসদে উত্থাপন করব, যাতে প্রয়োজনে দেশের যুদ্ধে তারা সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারে।

 

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, উখিয়া ও টেকনাফের প্রতিটি স্থানে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করেছি। স্কুল-কলেজ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, যাতে এখানকার ছেলে-মেয়েরা শিক্ষিত হয়ে ডিসি, ইউএনও, পুলিশ কর্মকর্তা কিংবা আমার মতো এমপি হতে পারে।

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নারীর শিক্ষায় অবদানের কথা উল্লেখ করে সাবেক হুইপ বলেন, খালেদা জিয়া মেয়েদের জন্য অষ্টম শ্রেণি থেকে ইন্টার পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। তখন থেকেই দেশের মেয়েরা ঝরে পড়া বন্ধ করে স্কুল-কলেজমুখী হয়।

 

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরী বলেন, এই দেশের যত উন্নয়নমূলক কাজ হয়েছে, তা বিএনপি সরকারের সময়েই হয়েছে। অথচ কিছু দল একসময় দেশকে ভারতের কাছে, আবার কেউ কেউ অন্য দেশের কাছে বিক্রি করার অপচেষ্টা চালিয়েছে—এটাই বাস্তবতা।

 

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছরে আপনারা ভোট দিতে পারেননি। এবার মা-বোনসহ সবাই ভোটকেন্দ্রে যাবেন, উৎসবমুখর পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, এই আমার আহ্বান।

 

উঠান বৈঠকে ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইসমাইলের সভাপতিত্বে বক্তব্য দেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর