সাংবাদিক তানভীর শাহরিয়ার একজন অকুতোভয় ও আপসহীন কলমসৈনিক, যিনি সত্য প্রকাশে কখনও আপস করেননি। তাঁকে গ্রেপ্তার করে কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে, যা সংবাদপেশার ওপর ভয়ংকর আঘাত।
শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর উখিয়া অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে কারামুক্ত সাংবাদিক ও উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তানভীর শাহরিয়ারকে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিক মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনলাইন প্রেস ক্লাবের সহ সভাপতি জামাল উদৃদীন, কালাম আজাদ, উখিয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী, সাংবাদিক এস এম রানা, মুহিব উল্লাহ মুহিদ, মিজবাহ আজাদ, মিনার, আলাউদ্দিন সিকদার, মোহাম্মদ ইয়াকিন, ছাত্রনেতা মাহমুবুল আলম শাকিল, সোহেল।
সভায় বক্তারা বলেন সংবাদকর্মী তানভীর শাহরিয়ার ফ্যাসিস্ট সরকারের আমলেও সাদাকে সাদা, কালোকে কালো বলেছেন সাহসের সঙ্গে। কোনো মামলা-মোকদ্দমা তাঁর কলমকে স্তব্ধ করতে পারেনি। তৌহিদুল ইসলাম রাফির কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংবর্ধিত সাংবাদিক তানভীর শাহরিয়ার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “দুঃসময়ে সহকর্মীদের ভালোবাসা ও সমর্থন আমাকে নতুন শক্তি দিয়েছে। অন্যায়, ভয় আর মিথ্যার বিরুদ্ধে আমার কলম আরও দৃঢ়ভাবে চলবে।
অনুষ্ঠানে উখিয়া উপজেলা ও কক্সবাজার শহরের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়া থানা পুলিশ একটি মিথ্যা মামলায় সাংবাদিক তানভীর শাহরিয়ারকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। তাঁর গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। গ্রেপ্তারের আট দিন পর তিনি জামিনে মুক্তি পান।