কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে খাস জায়গা দখল করে দোকান গড়ে তুলেছে হলদিয়াপালং ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক টিকটক মোরশেদ। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ স্থানে জায়গা দখল করে দোকান বসিয়েছেন মোরশেদ। এতে সাধারণ ব্যবসায়ীরা জায়গার সংকটে ভুগছেন এবং বাজারে স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে প্রশাসন বিষয়টিকে আমলে নিচ্ছে না। “আমরা দিনের পর দিন জায়গার অভাবে ভুগছি, অথচ প্রভাবশালীরা সরকারি জায়গা দখল করে ব্যবসা-বাণিজ্য চালাচ্ছে”—অভিযোগ করেন বাজারের একাধিক ব্যবসায়ী।
ক্রেতা ও পথচারীরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, খাস জায়গা দখল করে দোকান গড়ে উঠায় বাজারের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তাঁরা জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযুক্ত ছাত্রদল নেতা টিকটকার মোর্শেদ মুঠোফোনে জানান, খাস জায়গা দখল করি নাই, দখল করলে তো তোলপাড় সৃষ্টি হতো। জায়গা যেহেতু খালি আছে একটা দোকান বসাই’ছি আরকি।