স্পোর্টস ডেস্ক:
আশা জেগেছে থমকে থাকা লিগ শুরু হওয়ার। এর আগেই ছিটকে গেলেন লুকা ইয়োভিচ। ডান পায়ের গোড়ালির হাড়ে চিড় ধরা পড়েছে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের।
সার্বিয়ান ফুটবলারকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। লা লিগা শুরুর আগে তিনি সেরে উঠবেন কিনা, এখনও অনিশ্চিত।
নিজেদের ওয়েবসাইটে শুক্রবার ইয়োভিচের চোটের কথা জানায় রিয়াল।
করোনাভাইরাসের এই সময় ঘরে অনুশীলন করতে গিয়ে চোট পান ২২ বছর বয়সী ইয়োভিচ।
লা লিগার ক্লাবগুলোকে অনুশীলনে ফেরার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। প্রস্তুতি নিচ্ছে রিয়ালও।